খবর২৪ঘন্টা স্পোটর্স ডেস্কঃ
ছয় বছর পর ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার কথা স্বীকার করলেন দানিশ কানেরিয়া। ফিক্সিংয়ের অপরাধে ইংলিশ কাউন্টি দল এসেক্স সতীর্থ মারভিন উস্টফিল্ডের সঙ্গে জেলও খাটেন পাকিস্তানি সাবেক এই স্পিনার। কানেরিয়াকে ক্রিকেট থেকে আজীবন নিষিদ্ধ করে ইংলিশ ক্রিকেট বোর্ড। তাকে নিষিদ্ধ করে পাকিস্তান ক্রিকেট বোর্ডও। কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-জাজিরায় এক সাক্ষাৎকারে কানেরিয়া বলেন, ২০১২ সালে আমার বিরুদ্ধে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের আনা দুটি অভিযোগেই আমি দোষী ছিলাম। আমি উস্টফিল্ডের কাছে ক্ষমা চাই। ক্ষমা চাই এসেক্সে ক্লাব ও সতীর্থদের কাছেও। সেই সঙ্গে এসেক্সের ক্রিকেট সমর্থক ও পাকিস্তানের কাছে দুঃখ প্রকাশ করছি।
খবর২৪ঘন্টা / সিহাব