খবর ২৪ ঘণ্টা ডেস্ক: সারাদেশে বিভিন্ন ফার্মেসির মেয়াদোত্তীর্ণ ওষুধ এক মাসের মধ্যে সরানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
এ সংক্রান্ত একটি রিট আবেদনের ওপর শুনানি শেষে মঙ্গলবার এ আদেশ দেন বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের যুগ্ম-বেঞ্চ।
ঢাকার ৯৩ শতাংশ ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রয়েছে এমন তথ্য উল্লেখ করে সোমবার রিট আবেদনটি করেন আইনজীবী মাহফুজুর রহমান মিলন।
হাইকোর্ট এ আদেশের পাশাপাশি রুলও জারি করেছে। রুলে মেয়াদোত্তীর্ণ ওষুধ সরাতে সরকারের সংশ্লিষ্টদের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়েছে।
গত ১১ জুন বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ঢাকার প্রায় ৯৩ শতাংশ ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রয়েছে।
এর আগের দিন রাজধানীতে একটি অনুষ্ঠানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার জানান, গত ছয় মাসে নিয়মিত বাজার তদারকির প্রতিবেদন পর্যালোচনায় দেখা গেছে, ঢাকা শহরের ৯৩ শতাংশ ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি হচ্ছে।
খবর২৪ঘণ্টা, জেএন