1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ফারহাকে দেখতে এসে নাগিন ডান্স করলেন করিশ্মা - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০২:৫৬ পূর্বাহ্ন

ফারহাকে দেখতে এসে নাগিন ডান্স করলেন করিশ্মা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ মে, ২০১৮

খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: দিনকয়েক আগে পায়ে চোট পেয়েছেন বলিউডের বিখ্যাত কোরিওগ্রাফার ও পরিচালক ফারহা খান৷ হাসপাতালের তরফ থেকে তাঁকে বিশ্রাম নিতে বলা হয়েছে এবং হুইল চেয়ার ব্যবহার করতে বলেছে৷ আর এতেই সবার মহা আনন্দ৷ বাড়িতে অতিথিদের ভিড় লাগছে বটে, কিন্তু সকলের মুখেই কৌতুকের হাসি৷

দিন কয়েক ধরে মালাইকা আরোরা, অমৃতা আরোরা, সঞ্জয় কাপুর, করণ ওয়াহি, হর্ষবর্ধন রানে, জায়েদ খান, করিশ্মা তান্না, রাজকুমার রাও সকলে তাঁকে দেখতে আসছেন৷ তবে সকলের নজর তাঁর হুইল চেয়ারের ওপর৷ যদিও আকর্ষিত হওয়ার কোন কারণ নেই৷ কিন্তু তবুও কেউ তাতে বসে ছবি তুলছে কেউ বা ভিডিও৷

যেমন অভিনেত্রী করিশ্মা তান্না৷ সম্প্রতি তাঁর আপকামিং সিরিয়াল ‘নাগিন ২’-এ টিজার পোস্টার রিলিজ হয়েছে৷ মৌনি রায়ের জায়গায় যে করিশ্মা মুখ্য চরিত্রে থাকছে তা সকলেই জানেন৷ এদিন অভিনেত্রী ফারহাকে দেখতে এসে চেয়ারে বসে নাগিন ডান্স করলেন৷ তাও আবার শ্রীদেবী অভিনীত নাগিন ছবি জনপ্রিয় গানে৷ অন্যদিকে আবার অভিনেতা রাজকুমার রাও ফারহাকে ঠেলে দিয়ে চেয়ারটিতে বসে পড়েন৷

যদিও এতে কিন্তু ফারহা মোটেও রেগে নেই৷ বরং তাঁর জন্য সবাই আসছে, এতেই বেজায় খুশী শিল্পী৷ চলতি মাসের প্রথমদিকেই একটি ছোটপর্দার শ্যুটিংয়ের কাজে আহত হন তিনি৷ তারপর থেকেই বাড়িতে বসে ফারহা৷ এই ঘটনার জেরে সোনম কাপুরের বিয়েতেও হাজির থাকতে পারেননি তিনি৷

https://www.instagram.com/p/BjNJMMXFYaV/?taken-by=karishmaktanna

খবর২৪ঘণ্টা.কম/জন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST