খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: পাকিস্তান সুপার লিগের(পিএসএল) ফাইনাল খেলতে বর্তমানে করাচিতে অবস্থান করছেন সাব্বির রহমান। বাংলাদেশি ওপেনার তামিম ইকবাল হাঁটুর ইনজুরির কারণে ফাইনাল খেলতে না পারায় যুক্ত করা হয়েছে সাব্বিরকে।
শনিবার রাতে নিজের ইন্সটাগ্রামে পোস্ট দিয়ে এ তথ্য নিশ্চিত করেন তিনি। নিজের একটি ছবির ক্যাপশনে তিনি লেখেন,পিএসএলের ফাইনাল ম্যাচ খেলতে লাহোরের উদ্দেশে উড়াল দিচ্ছি।তবে কিছুক্ষণ পরেই পেশোয়ারের অধিনায়ক ড্যারেন স্যামি বেশ মজা করেই যেনো একটা জবাব দিয়ে লেখেন,তাহলে তুমি ফাইনাল মিস করতে যাচ্ছো।
নিজের ভুল বুঝতে পেরে পরবর্তীতে পোস্ট সংশোধন করেন সাব্বির। লাহোরের জায়গায় করাচি দেন। কারণ আজ পিএসএলের ফাইনাল করাচিতে অনুষ্ঠিত হবে। খেলায় মুখোমুখি হবে পেশোয়ার জালমি ও ইসলামাবাদ ইউনাইটেড।
সাব্বির রহমান অবশ্য এবার প্রথমবারের মতো খেলছেন পিএসএলে। এদিকে চোটের কারণে সাকিব আল হাসান এই আসরে অংশগ্রহণ নিতে পারেননি। যার কারণে অনেকটা শূন্যস্থান পূরণ করার মতো এ ডাক আসে সাব্বিরের।
অন্যদিকে সম্প্রতি শেষ হওয়ার নিদাহাস ট্রফির জন্য পিএসএলের মাঝ পথেই শ্রীলঙ্কায় চলে যান সাব্বির। যাওয়ার আগে এই আসরে দুটি ম্যাচ খেলেছেন তিনি। অভিষেক ম্যাচে করেন ১১ রান। তবে দ্বিতীয় ম্যাচে অসাধারণ ফিল্ডিং করলেও ব্যাট করার সুযোগ তার ভগ্যে জোটেনি।
রবিবার বাংলাদেশ সময় রাত নয়টায় ফাইনালে ইসলামাবদের বিপক্ষে মুখোমুখি হবে সাব্বিরের পেশোয়ার।
খবর২৪ঘণ্টা.কম/রখ