খবর২৪ঘণ্টা, ডেস্ক: ফরিদপুর শহরতলীর ঢাকা-বরিশাল মহাসড়কের কবিরপুর বাইপাশ এলাকায় ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে রাজু শেখ (৩৫) নামের পিকআপ চালক নিহত হয়েছে। নিহত রাজুর বাড়ী পঞ্চগড় জেলায়।
সোমবার ভোরে এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহত হয়েছে ট্রাকের চালক ও হেলপার। আহতদের ফরিদপুর ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে।
ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম জানান, ঢাকা থেকে বরিশালগামী একটি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা অপর একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়।
খবর২৪ঘণ্টা.কম/জন