পাবনা প্রতিনিধি: পাবনার ফরিদপুর উপজেলার খাগরবাড়িয়া গ্রামের পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। মৃত ২ শিশু হলো-উপজেলার খাগরবাড়িয়া গ্রামের সাইফুল ইসলামের চেলে সিয়াম (৭) ও আব্দুল করিমের ছেলে শামীম (৭)।
ফরিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছরোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, ওই দুই শিশু দুপুরে খেলতে খেলতে বাড়ির পাশে পুকুরের পানিতে নামে। সাঁতার না জানায় পানির নিচে তলিয়ে যায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে পুকুরে তল্লাসী চালায়। এক পর্যায়ে দুই শিশুকে উদ্ধার করে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
খবর২৪ঘণ্টা, /জেএন