খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: ফরিদপুর শহরের সিএন্ডবি ঘাট এলাকায় দ্রুতগামী ট্রাকেরচাপায় রিক্তা আক্তার (২৪) নামের এক নারী এনজিও কর্মী নিহত হয়েছে। এ ঘটনায় পান্না আক্তার (৪৪) নামের আরেক এনজিও কর্মী গুরুতর আহত হয়েছে। আজ শনিবার সকাল নয়টার দিকে শহরের টেপাখোলা-সিএন্ডবি ঘাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহত পান্না আক্তারের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে। নিহত রিক্তা আক্তারের বাড়ী শহরের টেপাখোলা টিবি হাসপাতাল এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুই নারী এনজিও কর্মী মোটরসাইকেলযোগে কর্মস্থল ফরিদপুর ডেভেলপমেন্ট এজেন্সী এফডিএ কার্যালয়ে যাচ্ছিলেন। এসময় দ্রুতগামী একটি ট্রাক দুই এনজিও কর্মীকে বহনকরা মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় রিক্তা আক্তার। মারাত্বকভাবে আহত পান্না আক্তারকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী ঘাতক ট্রাকটিকে আটক করলেও ট্রাক চালক পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটিকে জব্দ করে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় এনজিও প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ