ঢাকাবৃহস্পতিবার , ২ মে ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

ফণীর কারণে এইচএসসি পরীক্ষা স্থগিত

অনলাইন ভার্সন
মে ২, ২০১৯ ৩:২৮ অপরাহ্ণ
Link Copied!

খবর ২৪ঘণ্টা ডেস্ক:ঘূর্ণিঝড় ফণীর কারণে আগামী ৪ মে’র এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক বৃহস্পতিবার বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, ফণীর কারণে চলমান এইচএসসি পরীক্ষার ৪ মে’র পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষা আগামী ১৪ মে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, এইচএসসি ও সমমানের পরীক্ষার এ বছরের সূচি অনুযায়ী আগামী ৪ মে শনিবার উচ্চতর গণিত, গার্হস্থ্য বিজ্ঞান ও ইসলাম শিক্ষা পরীক্ষা হওয়ার কথা ছিল।

প্রসঙ্গত, আবহাওয়া বিভাগ বলছে, ঘূর্ণিঝড় ফণী আগামীকাল শুক্রবা বিকেল নাগাদ বাংলাদেশের উপকূলীয় জেলায় আঘাত হানতে পারে। আবার সেটা শনিবারও আঘাত হানতে পারে। বলা হচ্ছে, ঘূর্ণিঝড় ফণী হবে সাম্প্রতিককালের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঝড়। 

খবর ২৪ঘণ্টানই

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।