খবর ২৪ঘণ্টা ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে মুন্সিগঞ্জ আদালতে মামলা করেছেন বিএনপির স্থানীয় এক নেতা। এ মামলায় ফখরুলকে সাত কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার মুন্সিগঞ্জের আদালতে মামলাটি করেন মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় বিএনপির স্থানীয় কমিটির সভাপতি খান মনিরুল মনি পল্টন।
বাদীর অভিযোগ, টঙ্গীবাড়ি উপজেলায় বিএনপির একটি কমিটি বর্তমান থাকলেও নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গত ১৮ জুলাই ঘোষিত ওই নতুন কমিটির সভাপতি করা হয়েছে আনোয়ার হোসেন দোলন ও সাধারণ সম্পাদক করা হয়েছে আক্তার হোসেন মোল্লাকে। মামলায় এ দু’জনকেও আসামি করা হয়েছে।
খবর ২৪ঘণ্টা/ নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।