খবর২৪ঘন্টা ডেস্কঃ
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীকে জাতীয় ঐক্যফ্রন্টে থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার রাতে রাজধানীতে কাদের সিদ্দিকীর বাসায় বৈঠকে তিনি এ আহ্বান জানান। বৈঠকে কাদের সিদ্দিকীকে জাতীয় ঐক্যের লক্ষ্য-উদ্দেশ্য, কী করতে আগ্রহী তা জানান মির্জা ফখরুল। প্রায় দেড় ঘণ্টার ওই বৈঠক নিয়ে বুধবার দুপুর ১২টায় মতিঝিলে কাদের সিদ্দিকী নিজ অফিসে সংবাদ সম্মেলন করবেন।
এদিকে, জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের বুধবার কাদের সিদ্দিকী নিজের বাসায় নৈশভোজের আমন্ত্রণও জানিয়েছেন।
খবর২৪ঘন্টা / সিহাব