খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: বাগেরহাটের ফকিরহাটে দূরপাল্লার বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ১২ যাত্রী। মঙ্গলবার দুপুরে ফকিরহাট উপজেলার কলমের দোকান এলাকায় খুলনা-মাওয়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস স্থানীয়দের নিয়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। দুর্ঘটনার পর থেকে ওই সড়কে যান চলাচল বন্ধ।
মহাসড়ক পুলিশের কাটাখালী থানার উপপরিদর্শক (এসআই) মলায়েন্দ্র নাথ রায় বলেন, মঙ্গলবার দুপুরে খুলনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া টুঙ্গিপাড়া এক্সপ্রেসের বাসটি ঘটনাস্থলে পৌঁছে। এ সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টুঙ্গিপাড়া পরিবহনের দুই যাত্রী ও ট্রাক চালক ঘটনাস্থলে নিহত হন। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর খুলনা-মাওয়া মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। যান চলাচল বন্ধ রয়েছে।
খবর২৪ঘন্টা/নই