নিজস্ব প্রতিবেদক :
আর্থিকসহ পারিবারিক নানান সমস্যার জন্য পড়াশোনার পাশাপাশি বাবাকে ডাব বিক্রিতে সহায়তা করছে রাজশাহী পলিটেকনিক ইন্সষ্টিটিউটের ছাত্র মোহাম্মদ আসলাম। সে রাজশাহী পলিটেকনিকের ইলেকট্রিক্যাল বিভাগের প্রথম বর্ষের ছাত্র। আর্থিক অনটনের কারণে পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হওয়ায় সে পড়াশোনার পাশপাশি ডাব বিক্রি করতে বাধ্য হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে মার্চের খর রোদে রাজশাহী মহানগরীর সিটি বাইপাস এলাকায় বাবার সাথে ডাব বিক্রি করতে দেখা যায় তাকে। পলিটেকনিক ছাত্র আসলামের সাথে কথা হলে সে জানায়, তার বাবা অত্যন্ত গরিব মানুষ। আর্থিক অভাব-
অনটনের মধ্যেও তার বাবা তাকে এসএসসি পাস করিয়েছেন। এসএসসি পাস করার পরে কম সময়ের মধ্যে পড়াশোনা শেষ করে বাবা-মায়ের পাশে দাঁড়ানোর জন্য পলিটেকনিকে ভর্তি হয় সে। কিন্ত পলিটেকনিকে ঠিক মত ক্লাস করতে পারছেন না আসলাম। কারণ আর্থিক অনটনের কারণে অনেক সময় তাকে বাবার সাথে বাজারে ডাব বিক্রি করতে হয়। ডাব বিক্রি করতে না পারলে পরিবারে আরো অভাব-অনটন দেখা দিবে। প্রতিনিয়তই সংসারে অভাব-অনটন লেগেই থাকে। যার কারণে বাধ্য হয়েই এখন সে বাবার সাথে ডাব বিক্রি করছে। তবে ক্লাসও করছে। ক্লাস না করলে সমস্যা হয়। এভাবে ডাব বিক্রিতে সময় দেওয়ার জন্য পড়াশোনার ক্ষতিও হয়। কিন্ত বয়ষ্ক পিতাকে সাহায্য না করলেও পড়াশোনা
বন্ধ হয়ে যাবে এ জন্য পড়াশোনার পাশপাশি ডাব বিক্রি করছে। আসলাম রাজশাহী মহানগরীর পূর্ব মোল্লাপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে। পলিটেকনিক ছাত্র সালাম খবর ২৪ ঘণ্টাকে আরো বলে, বর্তমানে আমার পরিবারের আর্থিক অবস্থা খুব খারাপ। এ জন্য পড়াশোনার পাশপাশি ডাব বিক্রি করছি। তবে কোনো সরকারী ও বেসরকারী সংস্থা থেকে পড়াশোনার জন্য কোনো বৃত্তি পেলে আরো ভালোভাবে পড়াশোনা করা সম্ভব হবে। পড়াশোনা শেষ করে আমি চাকুরী করে বাবা-মায়ের পাশে দাঁড়াতে চাই। সবার কাছে আমি দোয়া কামনা করছি।
খবর ২৪ ঘণ্টা/আর