খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: আইপিএলে মঙ্গলবার রাতে সমান ৪ পয়েন্ট নিয়ে মুখোমুখি হয় মুম্বাই ইন্ডিয়ান্স ও রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে উত্তেজনাপূর্ণ ম্যাচে রোহিত শর্মা বাহিনীকে ১৪ রানে হারিয়ে শেষ হাসিটা হেসেছে বিরাট কোহলিরা। এতে করে প্লে অফে উঠার সম্ভাবনা ক্ষীণ হয়ে গেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্সদের।
ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো বলছে, মুম্বাইয়ের প্লে অফ খেলার সম্ভাবনা ক্ষীণ। যদিও কিছুটা আশা এখনও বেঁচে আছে মুস্তাফিজদের। তবে সেটা অনেক যদির ওপর। ৮ ম্যাচের ৬টি হারা মুম্বাই যদি শেষ ৬ ম্যাচে জয় পায়। কিন্তু জয় পেলেই হবে না নির্ভর করতে হবে অন্যদের ওপর।
বর্তমানে পয়েন্ট টেবিলের যে অবস্থা তাতে ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে চেন্নাই। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে দুইয়ে হায়দরবাদ। তিনে থাকা কলকাতার পয়েন্ট ১০। তবে তারা একটি ম্যাচ কম খেলেছে। ফলে প্লে অফের দৌঁড়ে ভালো ভাবেই এগিয়ে রয়েছে এই তিন দল।
বড় কোনো অঘটন না হলে বাকি ৫ দলের মধ্যে থেকে একটি দল প্লে অফের টিকিট পাবে। ফলে লড়াইটা হবে মূলত তাদের মধ্যে। এক্ষেত্রে ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে এগিয়ে পাঞ্জাব। ৬ পয়েন্ট তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলেছে বেঙ্গালুরু ও রাজস্থান। তবে রাজস্থান একটি ম্যাচ কম খেলেছে। অন্যদিকে সমান ৮ ম্যাচ খেলে মুম্বাই ও দিল্লির পয়েন্ট ৪।
এখন প্লে অফের টিকিট পেতে হলে পরের ৬টি ম্যাচই জিততে হবে মুম্বাইকে। তবে শুধু জিতলেই হবে না প্লে অফের টিকিট পেতে প্রতিদ্বন্দ্বী ৪টি দল যাতে সবগুলো জিততে না পারে সেই দোয়াও করতে হবে তাদের। পরিস্থিতিটা এমন দাঁড়িয়েছে যে, প্রতিটি ম্যাচের ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে রোহিত শর্মাদের।
খবর২৪ঘণ্টা.কম/নজ