খবর২৪ঘণ্টা, বিনোদন: পরিবেশ নিয়ে যখন উদ্বিগ্ন সমগ্র পৃথিবীর মানুষ, সেখানে এক অদ্ভুত টুইট করে সকলের নজর কাড়লেন মডেল-অভিনেত্রী পুনম পান্ডে।
বিশ্বজুড়ে আওয়াজ উঠেছে ‘প্লাস্টিক ব্যান’ করার। গত ৫ জুন, বিশ্ব পরিবেশ দিবস-এর এবারের প্রধান আলোচ্য বিষয় ছিল এই প্লাস্টিক বর্জনই।
ভারতের বেশ কয়েকটি শহরে ইতিমধ্যেই প্লাস্টিকের প্যাকেট ও নানা এমন জিনিস ব্যবহার করার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ২৩ জুন, মহারাষ্ট্র সরকারও নাম লেখাল সেই তালিকায়। প্রসঙ্গত, চলতি বছরের মার্চ মাসেই রাজ্য সরকার নিষেধাজ্ঞা জারি করেছিল প্লাস্টিকের নানা জিনিস তৈরির উপর।
পরিবেশ নিয়ে যখন উদ্বিগ্ন সমগ্র পৃথিবীর মানুষ, সেখানে এক অদ্ভুত টুইট করে সকলের নজর কাড়লেন মডেল-অভিনেত্রী পুনম পান্ডে।
মহারাষ্ট্রে প্লাস্টিক ব্যান হওয়ার পরে পরেই পুনম টুইট করে বার্তা দেন যে, যাঁরা প্লাস্টিক সার্জারি করেছেন, তাঁর যেন কোনও মতেই রাস্তায় না বেরোন। দেখুন সেই টুইট—
তার পরে দু’দিন কাটতে না কাটতেই, আরও একটি টুইট করেন পুনম। যেখানে অভিনেত্রী একটি সরল প্রশ্ন জিজ্ঞাসা করেছেন। হ্যাশট্যাগ দিয়েছেন #JustAsking। দেখুন সেই টুইট—
বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় নিজের নানা ‘বোল্ড’ ছবি পোস্ট করার জন্য এমনিতেই বিখ্যাত এই মডেল-অভিনেত্রী। টুইটারে তাঁর ফলোয়ার সংখ্যা প্রায় নয় লক্ষ। স্বাভাবিক কারণেই, এই টুইট শোরগোল ফেলেছে নেটিজেনদের মধ্যে। তবে অনেকেই মোক্ষম জবাবও দিয়েছেন পুনমকে। যেমন—
খবর২৪ঘণ্টা,কম/জন