নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে চালে প্লাস্টিকের বস্তা ব্যবহারের দায়ে তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। আজ বুধবার দুপুরে নগরীর কুমারপাড়া এলাকায় এ জরিমানা করা হয়।যেসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় সেগুলো হলো, মের্সাস মক্কা
রাইস এজেন্সিকে ৫ হাজার টাকা, মের্সাস জাহিদ এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা ও মের্সাস বাবুল এন্টারপ্রাইজকে ৫০০ টাকা জরিমানা করা হয়। ভ্রামম্যাণ আদালত পরিচালনা করেন, রাজশাহী জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাতুল ইসলাম। তিনটি চালের আড়ৎকে সাড়ে ১০ হাজার টাকা জরিমানা করেন।
এস/আর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।