1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
প্রেস লেখা মোটরসাইকেল থেকে ফেন্সিডিলসহ রাজশাহীর ৩ জন আটক - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ১২ মে ২০২৫, ০৬:২৯ পূর্বাহ্ন

প্রেস লেখা মোটরসাইকেল থেকে ফেন্সিডিলসহ রাজশাহীর ৩ জন আটক

  • প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২০

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের মুসলিমপুর বাজারে প্রেস লেখা মোটরসাইকেল থেকে ৭০ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর তিনজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আজ রোববার সকাল সাড়ে ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের এসআই মশিউর সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের তিনজনকে আটক করে।

মোটরসাইকেলটি রাজশাহী মহানগরী রাজপাড়া থানার নতুন বিলসিমলা এলাকার মৃত জালালের ছেলে চা বিক্রেতা থেকে সাংবাদিক পরিচয়দানকারী কথিত সাংবাদিক আ: মমিনের। তাকেও পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করছে। দুটি মোটরসাইকেলে ৩ জন ফেন্সিডিলগুলা শাহাবাজপুর থেকে রাজশাহী নিয়ে যাচ্ছিলো বলে পুলিশ জানিয়েছে।

আটককৃতরা হলেন, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেউপাড়া ইউনিয়নের চাপাল ধুতরাবোনা গ্রামের খুরশেদের ছেলে ও কথিত সাংবাদিক মমিনের শ্যালক জয়নাল আবেদিন রনি (২২) , একই গ্রামের নওশাদ আলীর ছেলে আবু সুফিয়ান স্বপন (২৮) ও রাজশাহী মহানগরীর হোসনিগঞ্জ এলাকার নফর শেখের ছেলে সুজন শেখ (৪২)।
এ তথ্য নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখার এসআই মশিউর খবর ২৪ ঘণ্টাকে বলেন, শিবগঞ্জের শাহাবাজপুর ইউনিয়নের মুসলিমপুর বাজার থেকে মোটরসাইকেলের আগে পেছনে প্রেস লেখা মোটরসাইকেল থেকে ৭০ বোতল ফেন্সিডিলসহ তিনজনকে আটক করা হয়।

এরমধ্যে জয়নাল আবেদিন আমাদের জানায়, প্রেস লেখা মোটরসাইকেলটি তার দুলাভাই সাংবাদিক মমিনের। তাই মমিনকেও ডিবি অফিসে ডাকা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মমিন আইনের আওতায় আসবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ নতুন আইনের ৩৮ ধারায় উল্লেখ আছে কেউ যদি তার ব্যবহৃত বাড়ি, যানবাহন কাউকে ব্যবহার করতে দেয় তাহলে সেই ওই একই অপরাধে অপরাধী। আর এর সাজা হলো ৫ বছর। উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমকে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team