রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। বাস দুটি ছিল ট্রান্স সিলভা পরিবহনের। ফায়ার সার্ভিস আগুন নেভানোর আগে বাস দুটি সম্পূর্ণ পুড়ে যায়। কে বা কারা আগুন লাগিয়েছে, তা জানা যায়নি।
মঙ্গলবার (১৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে জাতীয় প্রেসক্লাবের পশ্চিম গেটের সামনে ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক মিডিয়া শাহাজান শিকদার। তিনি জানিয়েছেন, তারা রাত সাড়ে ৮ টায় খবর পান। এরপর তাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায় এবং ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও জানান, বাস দুটি যাত্রীবাহী। কিন্তু ওই সময় কোনো যাত্রী ছিল না। ফলে কেই হতাহত হয়নি। এ ঘটনায় আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
বিএ..