খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: সংখ্যাতত্ত্ব অনুযায়ী ২০১৮ সালের ১৪ ফেব্রুয়ারি প্রেমের ক্ষেত্রে একেবারেই বিশেষ দিন৷ বলা ভাল এবারের ১৪ ফেব্রুয়ারি শুধুমাত্র প্রেমের দিন নয়, প্রেমের তিথিও৷ ব্যাপারটা একটু স্পষ্ট করা যাক৷ ২+০+১+৮ = ১১ + ১+ ৪ = ১৬ সালের সঙ্গে তারিখের যোগফল দাঁড়াল ৩০ ৷ এবার ০ + ৩ = ৩ যোগফলকে যোগ করলে দাঁড়ায় সংখ্যা ৩ ৷ সংখ্যাতাত্ত্বিকদের মতে, এবারের প্রেম দিবসের লাকি নম্বর হল ৩ ৷ আর তাঁদের মতামত, এই তিন নম্বরকে মাথায় রেখেই মেতে উঠতে হবে প্রেম দিবস উদযাপনে৷
তা এই তিন নম্বরকে কীভাবে ব্যবহার করবেন এবারের ভ্যালেন্টাইনসে তার ছকও কেটে দিয়েছেন জ্যোতিষিরা৷ প্রিয়জনকে নিয়ে বেড়ানোর আগে চোখ বুলিয়ে নিন এই ছকে৷
জ্যোতিষিরা বলছেন, সকাল সকাল প্রিয়জনের হাত ধরে বেড়ানোর জন্য মন ছটফট করলেও আটকে রাখুন ইচ্ছেকে ৷ অপেক্ষা করুন৷ কারণ বেলা তিনটের পর থেকেই প্রেমের জন্য শুভ সময় শুরু হতে চলেছে৷ তাই প্রেমের দিবস না হয় জমে উঠুক ৩ টের পর থেকেই৷
জ্যোতিষিদের মতে, প্রেম দিবসে একটা নয়, দুটো নয়, আবার চারটে বা একডজন নয়, দিন ৩টে গোলাপ ৷ আর তা যদি হয় তিন রঙের তাহলে তো কথাই নেই৷ উপহারের ক্ষেত্রেও মাথায় রাখুন এই ৩ সংখ্যা৷ তিন রকম উপহার না দিতে পারলেও৷ উপহারের সঙ্গে দিতে পারেন তিনটি চকলেট ৷ সেটাও যদি সম্ভব না হয়, তাহলে উপহার বাক্সে ছোট্ট করে লিখে রাখুন ৩ সংখ্যা৷ তাহলেই কেল্লাফতে ৷
প্রেমের আয়ু বাড়াতে অন্ত্যত তিন ঘণ্টা কাটান প্রিয়জনের সঙ্গে ৷ বেশি হলে ক্ষতি নেই, ঘণ্টা কমলে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে৷ হাতে হাত রেখে চলার সময়, সব সময়ই যেন তিনটে আঙুল টাচ করে থাকে প্রিয়জনের হাতে৷ পোশাকেও বজায় রাখুন লাকি থ্রি৷ পোশাকের রঙে রাখুন অন্ত্যত তিনটে রঙের ছোঁয়া ৷ রেস্টুরেন্টে খেতে গেলে অন্ত্যত তিনটে মেন্যু মাস্ট। শেষমেশ ঘরে ফেরার আগে পরস্পরকে তিনটা টাকা দিতে ভুলবেন না৷ আর লক্ষ্য রাখবেন পরের বছরের ‘ভ্যালেন্টাইনস ডে’ অবধি এই তিনটাকা যেন খরচ না হয়৷
খবর২৪ঘণ্টা.কম/রখ