1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
প্রেমে মজেছেন যশ-সঞ্জনা সরগরম টলিপাড়ায় - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৩:০৮ পূর্বাহ্ন

প্রেমে মজেছেন যশ-সঞ্জনা সরগরম টলিপাড়ায়

  • প্রকাশের সময় : শনিবার, ২৬ মে, ২০১৮

খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্কনিন্দুকেরা বলে থাকেন, ছবির পাবলিসির জন্য প্রেম-প্রেম খেলা করেন নায়ক-নায়িকারা। কিন্তু এজুটির কপালে এখনও জোটেনি এমন কোনও তকমা। তবে কেউ কেউ বলছেন সত্যি সত্যি নাকি প্রেমে পরেছেন ‘ফিদা’ জুটি। সৌজন্যে তাঁদের কিছু ছবি। যা ঘুরে ফিরছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে অনেকেই বলছেন রিলের বাইরে রিয়েল লাইফ প্রেমে মজেছেন এই জুটি।

ছবি মুক্তি পাওয়ার আগেই গোটা টলিউড তাঁদের প্রশংসায় পঞ্চমুখ৷ নতুন জুটি বলে যশ-সঞ্জনার ডিমান্ড এক্কেবারে তুঙ্গে৷ ‘ফিদা’ ছবির সূত্রেই আলাপ একে অপরের সঙ্গে৷ অল্প সময়ের মধ্যেই তাঁদের মাখোমাখো কেমিস্ট্রি দেখে, টলি পাড়া থেকে নেটদুনিয়ায় উপচে পড়ছে গসিপ৷ সঞ্জনার প্রতি যশের হাবভাবে বাতাসে বইছে অন্য সুর৷ কখনও নায়িকাকে মন দিয়ে বাংলা শেখান, আবার কখনও শেখাতে শেখাতে ঠাট্টা করেন তাঁর বাংলা অ্যাক্সেন্ট নিয়ে৷

এসবের মাঝে বাড়ছে সঞ্জনার প্রেশার। যেহেতু অভিনেত্রী ডেবিউটান্ট, সকলের নজর আটকে সঞ্জনার দিকেই৷ তাঁর অভিনয় দক্ষতা বিচার করার জন্য বসে রয়েছে ক্রিটিকসহ হাজার হাজার মানুষ৷

র‍্যাম্প থেকে সোজা সিনেপর্দায় এন্ট্রি নিয়েছেন সঞ্জনা বন্দোপধ্যায়। ‘ফিদা’ দিয়ে টলিপাড়ায় এন্ট্রি নিয়েছেন তিনি। যেখানে যশের বিপরতীরে দেখা যাবে সুন্দরীকে। দেশের সীমানা ছাড়িয়ে আপাতত লন্ডনে চলছে এই ছবির শ্যুটিং। বিদেশে ক্যামেরাবন্দি অভিনেতা-অভিনেত্রীর ছবিতেই এখন ফিদা গোটা বাংলা।

চিত্রনাট্য অনুযায়ী, সঞ্জনার চরিত্রের নাম খুশী মুখোপাধ্যায়। যে খুব ম্যাচিওর ও প্র্যাকটিক্যাল। সবকিছু বুদ্ধিদীপ্তির সঙ্গে ডিল করে। অন্যদিকে যশের চরিত্রটা এক্কেবারে বিপরীতধর্মী। গল্পে ঈশানের ভূমিকায় দেখা যাবে তাঁকে। যে পড়াশুনোয় ভালো হলেও খুব আবেগপ্রবন একটি ছেলে। আসলে ‘ফিদা’ পুরোপুরি একটা লাভস্টোরি।

অ্যাকশন রোম্যান্সে ভরপুর ‘ফিদা’ মুক্তি পাবে চলতি বছরের ইদের মরশুমে৷ সঞ্জনা বন্দোপাধ্যায়ের ডেবিউ নিয়ে অসংখ্য সিনেপ্রেমীরা বেশ উত্তেজিত৷ সঞ্জনা ছাড়াও নতুন জুটির ফ্রেশ কেমিস্ট্রিও কিন্তু ছবির ইউএসপি৷

খবর২৪ঘণ্টা.কম/নজ 

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST