নিজস্ব প্রতিবেদক :
ক্ষিপ্ত হয়ে পরকিয়া প্রেমিক দিয়ে গুন্ডা ভাড়া করে স্বামীকে বাগেরহাট থেকে রাজশাহীতে নিয়ে গলা কেটে হত্যার চেষ্টার ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। পুলিশের হাতে আটককৃতরা হলো, বাগেরহাট জেলার মোল্লাহাট থানার গোড়ফা গ্রামের রবিউল শেখের ছেলে কাঞ্চনের স্ত্রী (প্রবাসী) তানিয়ার কথিত প্রেমিক রাসেল শেখ (২৪), নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ থানার হাসেম আলীর ছেলে সজীব (১৯), নারায়নগঞ্জ জেলা ফতুল্লা থানার আলীগঞ্জ গ্রামের পারভেজ ওরফে মোশারফের ছেলে কাউসার (২০) ও পটুয়াখালি জেলার গলাচিপা থানার নলুয়াবাগি গ্রামের মজিব মৃধার ছেলে মিরাজ হোসেন (১৯)। ২৭ তারিখ রাত সাড়ে ১০টা ও রাত ১২টায় পৃথক স্থান থেকে তাদের আটক করা হয়। গতকাল
রোববার দুপুর আড়াইটার দিকে রাজশাহী জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. শহীদুল্লাহ। আসামীদের কাছ থেকে ছুরি, চেতনানাশক পাউডার উদ্ধার করেছে পুলিশ। তিনি আরো জানান, গত দেড় বছর আগে রাসেলের সাথে বাগেরহাট জেলার মোল্লারহাট থানার সৌদি প্রবাসী তানিয়ার সাথে প্রেমের সম্পর্ক হয়। সম্পর্ক আরো পাকাপাকি করতে তানিয়া রাসেলের মাধ্যমে তানিয়ার স্বামী গোড়ফা গ্রামের জালাল শিকদারের ছেলে কাঞ্চু শিকদারকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনার অংশ হিসেবে তানিয়া তার স্বামীকে পাসপোর্ট করার কথা বলে মোবাইলে কাঞ্চুকে রাজশাহীতে যেতে বলে। তারা গত দুই দিন আগে রাজশাহীতে
আসে। রাজশাহীর আবাসিক হোটেল সিটিতে তারা উঠে। পুর্ব পরিকল্পনা অনুযায়ী কাঞ্চুকে মারার জন্য তারা ২৭ তারিখ রাত ১০টার দিকে চারঘাট উপজেলার হলিদাগাছি স্টেশনের একটি ফাঁকা স্থানে নিয়ে যায়। কিন্ত ফুলতলা বাজারের কাছে পৌঁছালে কাঞ্চু কোনকিছু টের পেয়ে বাঁচাও বাঁচাও বলে চিৎকার দিয়ে পালিয়ে যায় এবং স্থানীয়রা মিরাজ ও কাউসারকে আটক করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ তাদের আটক করে এবং পলাতক হত্যার মূল পরিকল্পনাকারী রাসেল ও গ্রেফতারের জন্য অভিযান শুরু করে। রাত ১২টার দিকে রাজশাহী রেলস্টেশন এলাকা থেকে রাসেল ও সজীবকে আটক করে। তারা কাঞ্চুকে হত্যা করে গলা কাটা গুজব বলে চালিয়ে দেওয়া চেষ্টা করে। হত্যা চেষ্টার সাথে জড়িতদের কোনো টাকা-পয়সা লেনদেন হয়নি জানিয়ে এসপি আরো বলেন, শুধু মাত্র বন্ধুত্বের সম্পর্কের জেরে খরচ বাবদ মাত্র ২০ হাজার টাকা নিয়ে এই হত্যাকান্ড হতে চলেছিল। তানিয়া সৌদি আরবে বিউটি পার্লারে কাজ করে। দেড় বছর পরে তার
দেশে আশার কথা ছিল। তার আগেই প্রেমিক কর্তৃক স্বামীকে হত্যার পরিকল্পনা করে। গত ৭ বছর আগে তানিয়ার সাথে কাঞ্চুর বিয়ে হয়েছিল। এ বিষয়ে রাজশাহীর চারঘাট থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাদের আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে। তানিয়ার স্বামী কাঞ্চু বর্তমানে বাগেরহাটে রয়েছে। সে স্থানীয় লোকজন নিয়ে রাজশাহীতে আসবে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সুমন দেবসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
আর/এস