রাজশাহীর পুঠিয়ায় প্রেমিক জমসেদ আলীর স্ত্রীর মারধরে আহত হয়ে রনি খাতুন (২৫) নামের এক প্রেমিকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।
শুক্রবার বিকালে পুঠিয়ার সৈয়দপুর গ্রামে প্রেমিক জমসেদের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থানকালে প্রেমিকা রনিকে মারধর করে তার স্ত্রী তহমিনা খাতুন। রনি এলাকার তাজু মোল্লার মেয়ে ও জমসেদ আলী এলাকার আফসার সরদারের ছেলে। তাদের বাড়ি একই গ্রামে। জমসেদের স্ত্রী ও দু’টি সন্তান রয়েছে। রনির এক ছেলে বাবার কাছে থাকে।
রনি জানান, ১৮ বছর আগে স্কুলে পড়ার সময় তাদের সম্পর্ক হয়। গত মঙ্গলবার তাদের দু’জনের বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু তার প্রেমিক জমসেদ কথা রাখেনি। একারণে বুধবার তিনি দুপুর থেকে তার বাড়িতে বিয়ের দাবিতে অবস্হান করছেন। তিনি আসার পর জমসেদ বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। জমসেদের কারণে তার সংসার ভেঙেছে বলে তিনি দাবি করেন। তিনদিন অবস্থান করার পর গতকাল শুক্রবার বিকালে জমসেদের স্ত্রী তাকে মারধর করলে পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
জমসেদের স্ত্রী তহমিনা খাতুন বলেন, তার স্বামীর সাথে রনির সম্পর্ক রয়েছে এতদিন জানতেন না তিনি। তিনদিন ধরে তার স্বামীকে বিয়ের দাবিতে বাড়ি সামনে অবস্থান করছে মেয়েটি। তাই বিরক্ত হয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে।
এলাকার ইউপি সদস্য আনছার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি ৯৯৯ তে এবং পুঠিয়া থানায় জানিয়েছেন তিনি।
থানার ওসি (তদন্ত) মুন্সি আব্দুল বারী জানান, খবর পেয়ে বৃহস্পতিবার ঘটনাস্হলে যাই। মেয়েটি আমাকে তার প্রেমিকের সাথে বিয়ে দিতে বলছিল। প্রেমিক তো পালিয়েছে। আমরা এখনো অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিএ/