২০১৬ সাল থেকে অস্কারের রেড কার্পেট ও আফটার পার্টিতে নিয়মিত দেখা যাচ্ছে বলিউডের জনপ্রিয় নায়িকা প্রিয়াঙ্কা চোপড়াকে। এ কারণে অস্কারের সঙ্গে বেশ পুরোনো সম্পর্ক তার। ২০১৮ সালে ৯০তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের আসরে উপস্থাপনায় ছিলেন এ নায়িকা। এবার কী সে মঞ্চেই পুরস্কার নিতে যাচ্ছেন প্রিয়াঙ্কা, প্রশ্ন অনেকের মনেই। তবে প্রিয়াঙ্কা অস্কার পেলে এর কৃতিত্ব ভারতের নয়, জোনাস পরিবারের বলে দাবি করেছেন নিক জোনাস।
এদিকে প্রিয়াঙ্কার অস্কার পুরস্কার নিয়ে জোর জল্পনার শুরু হয়েছে। রোববার (৩১ জানুয়ারি) নিউজ এইটটিন এক প্রতিবেদনে প্রিয়াঙ্কার অস্কারের কৃতিত্ব জোনাস পরিবারের উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে ‘দ্য হোয়াইট টাইগার’ সিনেমা নাকি এবার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের নমিনেশন পেতে যাচ্ছে। এটা যদি সত্যিই হয় তাহলে তা ভারতের গর্ব হিসেবে বিবেচনা করা হবে না। বরং এটা জোনাস পরিবারের কৃতিত্ব। প্রিয়াঙ্কার স্বামী নিক জোনাস এমনই দাবি করেছেন বলে জানিয়েছেন বলিউডের এ নায়িকা।
হলিউডেও সারা জাগানো এ অভিনেত্রী সম্প্রতি জাস্ট জেয়ার্ডের পডকাস্ট শো ভ্যারাইটিজ অ্যাওয়ার্ডস সার্কিটে উপস্থিত হয়ে কথা বলেন। সেখানে বলেন, তার অস্কার পাওয়ার সম্ভাবনার বিষয়ে ভক্তদের মত স্বামী নিক জোনাসও অনেক উত্তেজিত। নিক জোনাস বলেছেন প্রিয়াঙ্কাই হবে জোনাস পরিবারের প্রথম সদস্য যার হাত ধরে অস্কার আসতে পারে।
প্রিয়াঙ্কার এসব কথা প্রকাশ্যে আসার পরই শুরু হয়েছে পুরোনো বিতর্ক। এর আগে ২০১৮ সালে বিয়ের পর সোশ্যাল মিডিয়াতে তার নামের পাশে নাকি জোনাস লিখতে বাধ্য করেছিলেন স্বামী নিক। প্রিয়াঙ্কা চোপড়া থেকে হয়ে যান প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। তবে এর কয়েক বছর পর আবারও যেন একই ঘটনা। তবে এ নিয়ে প্রিয়াঙ্কা বলেছেন তার স্বামী নিক নাকি কখনোই ভুল কিছু করেন না। আর এই স্বভাবটাই মুগ্ধতা বাড়ায় তার।
জেএন