খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: ‘ব্যাটম্যান’ নামটি শুনলে সিনেমাপ্রেমি দর্শকদের চোখে প্রথমেই ভেসে ওঠে দুটি চোখ। মুখোশে ঢাকা এই সুপারহিরোর চোখ এবার দেখা গেলো বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়ার গায়ে! শুনতে অবাক লাগছে নিশ্চয়ই? আসলেই অবাক করার মতো কথা এটি। চলুন বিষয়টি পরিষ্কার করা যাক।
সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়ার একটি পোশাক নিয়ে চারদিকে সমালোচনা হচ্ছে। বিশেষ করে অনলাইন দুনিয়ায় তার এই পোশাক নিয়ে বিতর্ক তুঙ্গে। প্যাস্টেল রঙের এমন একটি ব্লেজার তিনি পরেছেন, যেটাতে দেখা যায়, তার বুকের দুই পাশে ব্লেজারটি কাটা। যেটা দিয়ে প্রিয়াঙ্কার শরীর দেখা যাচ্ছে।
এমন পোশাকে হাজির হওয়াতেই বিতর্কে পড়েছেন প্রিয়াঙ্কা। কেউ কেউ বলছেন, ‘এমন জামা দেখলে আমার সঙ্গে সঙ্গে রিফু করতে পাঠাতো’, ‘কারো মন্তব্য- আমি ভেবেছিলাম এটা স্কিন রঙের পকেট’। এক ব্যক্তি তো মন্তব্য করলেন, ‘ব্যাটম্যানের চোখসহ প্রিয়াঙ্কা চোপড়া’ লিখে।
পোশাক নিয়ে প্রিয়াঙ্কা চোপড়া আগেও বিতর্কে পড়েছিলেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের সময় হাঁটুর উপরে পোশাক পরার কারণে তাকে নিয়ে প্রচুর সমালোচনা হয়।
এদিকে প্রিয়াঙ্কার হাতে বর্তমানে রয়েছে ‘ভারত’ ছবির কাজ। এতে তিনি সালমান খানের সঙ্গে অভিনয় করবেন। সর্বশেষ তিনি আমেরিকার টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’র শুটিং সেরে এসেছেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ