সংবাদ বিজ্ঞপ্তি : জলবায়ু পরিবর্তন ও কোডিভ-১৯ এ ক্ষতিগ্রস্থ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কারিতাস বাংলাদেশ রাজশাহী অঞ্চলের উদ্যোগে গৃহীত দুইটি প্রকল্প নিয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে নগরভবন সরিৎ দত্ত সভাকক্ষে আয়োজিত ওয়ার্কশপে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। কারিতাস বাংলাদেশ রাজশাহীর আঞ্চলিক পরিচালক সুকলেশ জর্জ কস্তার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সভায়
রাসিকের প্যানেল মেয়র-১ সরিফুল ইসলাম বাবু, প্যানেল মেয়র-৩ তাহেরা খাতুন মিলি, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. এবিএম শরীফ উদ্দিন। সভায় রাসিকের কাউন্সিলরবৃন্দ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা, নির্বাহী প্রকৌশলী নুর ইসলাম তুষার, চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন উপস্থিত ছিলেন। ভার্চুয়ালি অংশ নিয়ে বক্তব্য দেন জিআইজেড ইউএমআইএমসিসি প্রজেক্টের মনিটরিং এন্ড টেকনিক্যাল কো-অর্ডিনেশন এ্যাডভাইজার মোহাম্মদ আক্তারুজ্জামান।
এস/আর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।