খবর ২৪ঘণ্টা ডেস্ক:বনানীর এফআর টাওয়ারের আগুন থেকে প্রাণ বাঁচাতে উপর থেকে লাফিয়ে পড়ে আহত একজন মারা গেছেন। এছাড়াও আটকে পড়া অনেকে লাফিয়ে নামছে । লাফিয়ে পড়ে আহত দু’জনকে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভবনে আগুনের লেলিহান শিখা এখনো দাউদাউ করে জ্বলছে। কালোধোঁয়া ও মানুষের চিৎকারে ওই এলাকায় শ্বাসরুদ্ধকর অবস্থা দেখা যাচ্ছে। হাসপাতালের ইমার্জেন্সি অফিসার ফরিদা ইয়াসমিন জানিয়েছেন আহতদের একজন মারা গেছেন। অপরজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিবিসি বাংলা এ খবর দিয়েছে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ১৭টি ইউনিটের পাশাপাশি স্থানান্তরযোগ্য মই টার্ন টেবিল লেডার (টিটিএল) কাজ করছে বলে জানা গেছে। এছাড়া আগুন নিয়ন্ত্রণে আশপাশের মানুষজন সহযোগিতা করছেন। বিমান বাহিনীর দুইটি হেলিকপ্টার আগুন টহল দিচ্ছে। নৌবাহিনীও উদ্ধার কার্যক্রমে অংশ নিয়েছেন।
খবর ২৪ঘণ্টা/ নই