খবর ২৪ ঘন্টা ডেস্ক : অবশেষে ছাত্রী ধর্ষণের কথা স্বীকার করলেন ফেনীর একটি স্কুলের সেই আলোচিত প্রধান শিক্ষক। ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের খুশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় প্রধান শিক্ষক মোঃ আবদুল করিমকে দুই দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার আদালতে হাজির করা হয়। আদালতে উপস্থিত নিজ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ব্যাপারে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন তিনি।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোবারক হোসেন জানান, অভিযুক্ত প্রধান শিক্ষককে মঙ্গলবার জিজ্ঞাসাবাদের জন্য কারাগার থেকে দাগনভূঞা থানায় নিয়ে আসা হয়। সেখানে জিজ্ঞাসাবাদে তিনি বিভিন্ন সময় ওই ছাত্রীকে ধর্ষণের কথা স্বীকার করেন।
স্বীকারোক্তিকে অভিযুক্ত প্রধান শিক্ষক জানান, স্কুলের নিজ কক্ষেই স্কুল সময়ের আগে-পরে ওই ছাত্রীকে তিনি একাকি ধরে রাখতেন। তাকে বিভিন্ন প্রলোভনে তিনি দফায় দফায় ধর্ষণ করেন। একপর্যায়ে ওই স্কুলছাত্রী অন্তঃস্বত্তা হয়ে পড়লে তিনি বিষয়টি আপোসরফারও চেষ্টা চালান।
উল্লেখ্য, গত ৫ এপ্রিল ওই স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে তার বড়বোন বাদী হয়ে দাগনভূঞা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এরপর পুলিশ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুল করিমকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
এর আগে গত রোববার একই আদালতে ২২ ধারায় ওই ধর্ষিতা স্কুলছাত্রীর জবানবন্দি রেকর্ড করা হয়। এরপর ফেনী সদর হাসপাতালে তার শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়।
খবর ২৪ ঘন্টা/আর