1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, ৫ বন্ধু নিহত - খবর ২৪ ঘণ্টা
বধবার, ০৮ জানয়ারী ২০২৫, ১১:০ পূর্বাহ্ন

প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, ৫ বন্ধু নিহত

  • প্রকাশের সময় : বুধবার, ২৩ ফেব্ুয়ারী, ২০২২

গভীররাত পর্যন্ত বন্ধুর বিয়ের আয়োজন চলছিল। খাওয়া-দাওয়া শেষ করে রাতে ঘুমাতে বাড়ি ফিরছিলেন ৫ বন্ধু। কিন্তু পথেই তাদের বহনকারী প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় পুকুরে। এতে চিরনিদ্রায় চলে যান তারা সবাই।

চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের পূর্ব নরহ গ্রামে মঙ্গলবার রাত ১ দিকে এ দুর্ঘটনা ঘটে।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।এ দিকে নিহত যুবকদের তিনজন ছাত্রলীগ নেতা বলে জানা গেছে।

নিহতরা হলেন, কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়নের রামদেবপুর গ্রামের সাবেক ইউপি সদস্য সিদ্দিকুর রহমান খোকনের ছেলে কু‌মিল্লা দ‌ক্ষিণ জেলা ছাত্রলীগের সহসম্পাদক ২২ বছরের মো. শাহপরান তুষার।

নিহত হয়েছেন একই এলাকার নরপাইয়া গ্রামের ছাত্রলীগ নেতা ২৩ বছরের মো. শাকিল, ঝলম দ‌ক্ষিণ ইউ‌নিয়নের চাপনী কেশতলা গ্রামের বাবুল মিয়ার ছেলে ও ঝলম ইউনিয়নের ছাত্রলীগের প্রচার সম্পাদক ২৩ বছরের রেজাউল করিম শান্ত নিহত হয়েছেন।

এ ছাড়া নিহত হয়েছেন তাদের অন্য দুই বন্ধু যশোরের শার্শা উপজেলার ধান্যখোলা গ্রামের মো. আ. খালেকের ছেলে ২৪ বছরের নয়ন ও গাজীপুর সদর উপজেলার উত্তর খাইলকুর গ্রামের বাবুল হোসেনের ছেলে ২৪ বছরের মো. সাগর হোসেন।

মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক সাফায়েত হোসেন জানান, কুমিল্লা সদরে বন্ধুর বিয়ের দাওয়াতে অংশগ্রহণ করতে যশোর থেকে নয়ন, ঢাকার গাজীপুর থেকে সাগর কুমিল্লায় আসেন। নয়ন ও সাগর সম্পর্কে ফুফাতো-মামাতো ভাই।কুমিল্লায় আসার পর তাদের সঙ্গে যোগ দেন অন্য তিন বন্ধু তুষার, শাকিল ও শান্ত।

তাদের আরেক বন্ধুর বিয়ের দাওয়াত শেষে রাতে তারা মনোহরগঞ্জ উপজেলার রামদেবপুরে তুষারের বাড়িতে ঘুমানোর উদ্দেশ্যে রওনা দেন। সকালে ৫ বন্ধু বের হবেন ঘুরতে, এমন পরিকল্পনাই ছিল তাদের।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে পূর্ব নরহ গ্রামের মোল্লার টেক এলাকার একটি পুকুরে প্রাইভেটকারটি পড়ে যায়। এ সময় পিছনে থাকা একজন মোটরসাইকেল আরোহী ঘটনাটি দেখতে পেয়ে চিৎকার করলে পাশের বাড়ির লোকজন ছুটে আসেন।

তারা মসজিদে গিয়ে মাইকিং করলে এলাকাবাসী এসে প্রাইভেটকারটি উদ্ধারে অভিযান চালায়। এ সময় ৫ জনকেই তারা মৃত উদ্ধার করে।

স্থানীয়রা আরও জানান, প্রাইভেটকারটির দরজা অটো লকড ছিল। বিশেষ করে পানির স্পর্শ পেলে দরজাটি অটো লকড হয়ে যাওয়ায় শ্বাস নিতে না পারায় তাদের মর্মান্তিক মৃত্যু বলে প্রাথমিক ধারণা তাদের।

মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান শামিম জানান, নিহত শাহ পরান তুষার কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ সাধারণ সম্পাদক ছিলেন। এ ছাড়াও ঝলম ইউনিয়নের ছাত্রলীগের প্রচার সম্পাদক রেজাউল করিম শান্ত ‍ও শাকিল ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন।

বিএ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST