খবর ২৪ ঘণ্টা ডেস্ক: ব্যাটিংয়ে বাংলাদেশের হয়ে একাই লড়লেন সাকিব আল হাসান। বিশ্বকাপ আসরে পেয়েছেন নিজের প্রথম শতকের দেখা। তার অনবদ্য ইনিংস খেলার দিন ইংল্যান্ডের বিপক্ষে বড় হার নিয়ে মাঠ ছেড়েছে মাশরাফীবাহিনী। তবে দল হারলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন ওয়ানডে ক্রিকেটে বিশ্বসেরা অলরাউন্ডার।
কার্ডিফের সোফিয়া গার্ডেনসে শনিবার বিশ্বকাপের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশকে ১০৬ রানে হারায় ইংল্যান্ড। ৩৮৭ রানের টার্গেট অতিক্রম করতে গিয়ে ২৮০ রানেই গুঁড়িয়ে যায় টাইগাররা। দলটির হয়ে সর্বোচ্চ ১২১ রানের ইনিংস খেলেন সাকিব। বিশ্বকাপে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে এটা দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস।
ইংলিশ পেসারদের সামনে বুক চিতিয়ে অসাধারণ ইনিংস খেলা সাকিবের প্রশংসায় পঞ্চমুখ সবাই। ভারতীয় ক্রিকেট ধারাভাষ্যকার হার্শা ভোগলে টুইটারে লিখেছেন, “আমার অন্যতম সেরা পছন্দের খেলোয়াড়ের এমন ব্যাটিং দেখাটা অসাধারণ। ক্লাস!”
সান রাইজার্স হায়দরাবাদের কোচ টম মুডি লিখেছেন, “দারুণ একটি শতক হাঁকিয়ে অসাধারণ খেলেছো বন্ধু।”
বাংলাদেশ ক্রিকেটের অন্যতম ভক্ত ভারতের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আকাশ চোপড়া লিখেছেন, “দারুণ খেলেছে সাকিব। নিঃসন্দেহে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে সেরা খেলোয়াড় সে।”
সাকিবকে অভিনন্দন জানিয়ে টুইট করেছে উইজডেন ক্রিকেট, আইসিসি ও ক্রিকেটের জনপ্রিয় সংবাদ মাধ্যম ইএসপিএন ক্রিকইনফো।
এবারের বিশ্বকাপে শুরু থেকেই দারুণ ছন্দে আছেন সাকিব। এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে সর্বোচ্চ রানের তালিকায় শীর্ষে অবস্থান করছেন তিনি। তিন ম্যাচে এক শতক ও দুই অর্ধশতকসহ সাকিবের রান ২৬০। ২১৫ রান নিয়ে দ্বিতীয়স্থানে আছেন ইংল্যান্ডের জেসন রয়।
খবর২৪ঘণ্টা, জেএন