খবর২৪ঘন্টা ডেস্কঃ
কওমী আলেমদের উদ্যোগে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘শোকরানা মাহফিল’ শুরু হয়েছে। তবে প্রধান অতিথি বক্তব্য দেয়ার আগেই দেয়াল টপকে মাহফিল স্থল ছাড়ছেন আলেমরা। সোহরাওয়ার্দী উদ্যানের কয়েকটি স্থানেই এমনটা দেখা গেছে।
আজ রোববার সকাল ৯টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে মাহফিল শুরু হয়। এর আগে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত কওমী মাদরাসার আলেম ও ছাত্ররা মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাপতিত্ব করছেন হেফাজতে ইসলামের আমির ও চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক মাওলানা শাহ আহমদ শফী। স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী, শিল্পমন্ত্রীসহ কয়েকজন মন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন।
খবর২৪ঘন্টা / সিহাব
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।