মোহনপুর প্রতিনিধি: আগামী ২২ ফেব্রুয়ারী রাজশাহীতে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষে উপজেলা কৃষলীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৫টায় মোহনপুর মহিলা ডিগ্রী কলেজ হলরুমে বর্ধিত সভায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষকলীগের সভাপতি মহসিন আলী। সাধারন সম্পাদক আলী হাসান মোল্লার পরিচালনায়। প্রধান অতিথি ছিলেন জেলা কৃষকলীগের সভাপতি ও পবা-মোহনপুর-৩ আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী রবিউল আলম বাবু। প্রধান বক্তা ছিলেন সাধারন সম্পাদক অধ্যাপক তাজবুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস খান, অর্থ সম্পাদক জামিল আখতার, পবা উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি রেজাউল করিম,মোহনপুর উপজেলা কৃষকলীগের সিনিয়র সহ-সভাপতি শরিফুল ইসলাম শরিফ, সাংগঠনিক সম্পাদক বুলবুল আহম্মেদ,যুগ্ম সম্পাদক মুকুল হোসেন, কেশরহাট পৌর সভাপতি মকবুল হোসেন স্বর্ণকারসহ ইউনিয়ন ,ওয়ার্ড কৃষকলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ