খবর২৪ঘণ্টা ডেস্ক: যাদের ভুলের কারণে বিনাঅপরাধে ৩ বছর জেল খেটেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তাদের বিচার চেয়েছেন রোববার রাতে মুক্তি পাওয়া জাহালম। একই সঙ্গে ক্ষতিপূরণও দাবি করেন জাহালম।
উচ্চ আদালতের নির্দেশে রোববার রাতে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পাওয়ার পর জাহালম গণমাধ্যমকে বলেন, আমি বার বার বলেছি যে এই দুর্নীতি সম্পর্কে আমি কিছুই জানি না। এটা আমার ছবি না। কিন্তু কেউ আমার কথা শুনেনি। যাদের কারণে আমি ৩ বছর জেল খেটেছি, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তাদের বিচার দাবি করছি। আর বিনাঅপরাধে এতটা দিন আমার জেলে থাকতে হয়েছে। সরকারের কাছে এটার ক্ষতিপূরণও দাবি করছি।
একইভাবে প্রধানমন্ত্রীর কাছে দোষীদের বিচার ও ক্ষতিপূরণ চেয়েছেন জাহালমের পরিবারের সদস্যরাও।
খবর২৪ঘণ্টা, জেএন