নিজস্ব প্রতিবেদক :
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় মাহাবুব আলম নামের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। মাহাবুব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব ও খনি বিদ্যা বিভাগের শিক্ষার্থী। তিনি কাঁঠালপাড়া এলাকার আলতাব হোসেনের ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে রাজশাহীর পবা থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পবা উপজেলার পারিলা ইউনিয়ন ছাত্রলীগের সেক্রেটারী মিনারুল ইসলাম বাদী হয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে পবা থানায় মামলাটি দায়ের করেন।
গত সোমবার রাত ১০টার দিকে তাকে পবা থানার রামচন্দ্রপুর এলাকা থেকে আটক করা হয়। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়।
এ বিষয়ে পবা থানার অফিসার ইনচার্জ ওসি এসএম মাসুদ পারভেজ বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় পারিলা ইউনিয়ন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিনারুল ইসলাম তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে পবা থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় মাহাবুবকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
খবর২৪ঘণ্টা/এমকে