নিজস্ব প্রতিবেদক :
জ্ঞানের আলো পাঠাগার রাজশাহীর উদ্যোগে ১ম রাজশাহী আন্ত:স্কুল দাবালীগ ২০১৮ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বিবি হিন্দু একাডেমী স্কুল প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগীতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন, রাজশাহী চেম্বারের সহসভাপতি মাসুদুর রহমান রিংকু। বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী পুলিশ লাইন স্কুল এন্ড
কলেজের অধ্যক্ষ গোলাম মাওলা, রাজশাহী বিবি হিন্দু একাডেমীর প্রধান শিক্ষক রাজেন্দ্রনাথ সরকার, রাজশাহী জেলা দাবা সমিতির সভাপতি আব্দুল মতিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জ্ঞানের আলো পাঠাগারের পরিচালক অধ্যাপক কাউসার আলী ইতি।
প্রতিযোগীতায় ১৭টি স্কুলের ১০২জন প্রতিযোগী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও ক্ষুদে দাবাড়–রা উপস্থিত ছিলেন।
খবর২৪ঘণ্টা/এমকে