খবর২৪ঘণ্টা ডেস্ক: বর্তমান চ্যাম্পিয়ন জার্মানিকে ধরাশায়ী করে রাশিয়া বিশ্বকাপের সূচনা করেছে মেক্সিকো। আজ রস্তব এরেনায় দক্ষিণ কোরিয়ার বিপক্ষেও দাপুটে মেক্সিকানদের খেরা উপভোগ করছেন সমর্থকরা।
ম্যাচে মেক্সিকানদের প্রেসিং আর গতির কাছে বারবার হার মানতে হচ্ছে দক্ষিণ কোরিয়ানদের। কঠিন পরীক্ষা নিচ্ছেন এশিয়ার দেশটির রক্ষণভাগের খেলোয়াড়দের। আজ শনিবার ম্যাচের ২৬ মিনিটে কার্লোস ভেলার পেনাল্টি থেকে করা গোলে ১-০ গোলে এগিয়ে যায় যায়া মেক্সিকো।
বল দখলের লড়াইয়ে মেক্সিকো অনেক এগিয়ে থাকলেও ছেড়ে কথা বলছে না দক্ষিণ কোরিয়াও। তাদের ডি-বক্সে গিয়ে ব্যর্থ হচ্ছেন মেক্সিকানরা। কোরিয় খেলোয়াড়রা কাউন্টার অ্যাটাকে প্রায়ই হানা দিচ্ছেন মেক্সিকোর গোলবারের সামনে। কয়েকটি সহজ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি কোরিয়ানরা।
বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হওয়া ম্যাচটিতে মেক্সিকোর পায়ে বল ছিল প্রায় ৬৮ শতাংশ সময়। আক্রমণের ধারও কোরিয়ানদের তুলনায় বেশি ছিল মেক্সিকানদের। আজ জয় পেলেই শেষ ষোলো নিশ্চিত করবে মেক্সিকো।
খবর২৪ঘণ্টা.কম/নজ