খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: এই প্রথমবার আন্তর্জাতিক স্তরের কোনও সেনা মহড়ায় একইসঙ্গে অংশ নিচ্ছে ভারত ও পাকিস্তান। চলতি বছরেই হবে সেই কাউন্টার-টেরর এক্সারসাইজ। যেখানে কাঁধে কাঁধ মিলিয়ে একইসঙ্গে মহড়ায় অংশগ্রহণ করবে দুই দেশের সেনাবাহিনী। ওই মহড়ায় আরো অংশ নিচ্ছে চিন।
সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের অধীনে চলা মহড়ায় অংশ নেবে একাধিক দেশ। চিনের এই সিকিউরিটি গ্রুপটি ক্রমেই ঘঅঞঙ-র প্রতিযোগী হয়ে ওঠার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
জানা গেছে, রাশিয়ার উরাল পাহাড়ে হবে সেই মহড়া। ওই সংস্থার সদস্য সব দেশই সেখানে অংশ নিতে পারবে। সরাসরি পাকিস্তানের নাম উল্লেখ না করে ভারতের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন বলেন, ‘এসসিও-র অধিকাংশ দেশগুলোর সঙ্গে দারুণ সম্পর্ক ভারতের। প্রতিরক্ষা ক্ষেত্রে বন্ধু দেশগুলোর সঙ্গে সম্পর্ক মজবুত করতে চাই আমরা।’
সামরিক মহড়ায় এই প্রথমবার অংশ নিতে চলেছে দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর দেশগুলো। গতবছরই এসসিও-তে সময়ের সদস্য হয়েছে পাকিস্তান ও ভারত। তাদের পাশাপাশি এই সামরিক মহড়ায় অংশ নেবে চিন ও রাশিয়া। সেনা মহড়ায় যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে খোদ পাকিস্তান।
স্বাধীনতার পর এই প্রথমবারের মত ভারত ও পাকিস্তান কোনও একটি সেনা মহড়ায় অংশ নিচ্ছে। যদিও রাষ্ট্রসংঘের শান্তিরক্ষাবাহিনীতে একই সঙ্গে কাজ করে দুই দেশের সেনারা।
২০০১-এ সাংহাইতে এক সম্মেলনে তৈরি হয় এই ‘সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন’। সেখানে আরো উপস্থিত ছিলেন রাশিয়া, চিন, কাজাখিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তানের প্রেসিডেন্টরা উপস্থিত ছিলেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ