রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক বরাদ্দ পেয়েই জনতার কাছে জনসংযোগ ও প্রচারণার কাজে বেরিয়ে পড়েছেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজশাহী-৫ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক এমপি আলহাজ্ব আব্দুল ওয়াদুদ দারা।
সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে পুঠিয়া উপজেলার ভালুকগাছি ইউনিয়নের ধোকড়াকুল বাজার থেকে এ নির্বাচনী গণসংযোগ শুরু করেন তিনি।
প্রতীক পাওয়ার প্রথম দিনে
রাজশাহী-৫ আসনে নৌকার মাঝি আব্দুল ওয়াদুদ দারা ও নেতাকর্মীরা ভোটারদের মনোরঞ্জনের চেষ্টা করছেন। বুকে বুক লাগিয়ে, হাতে হাত দিয়ে তারা নৌকা মার্কায় ভোট দেয়ার অনুরোধ জানাচ্ছেন।
এসময় রাজশাহী জেলা আওয়ামী লীগ, পুঠিয়া উপজেলা আওয়ামী লীগ ও ভালুকগাছী ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধিরাসহ স্থানীয় সাধারণ মানুষর উপস্থিত ছিলেন।
বিএ…