নিজস্ব প্রতিবেদক :
প্রতিবন্ধী শিশুদের নিয়ে কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন পালন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও তাঁর পত্নী শাহীন আকতার রেনী। গতকাল শুক্রবার বিকেলে নগরীর হেলেনাবাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন ফাউন্ডেশন ফর উইম্যান এ্যান্ড চাইল্ড এ্যাসিস্ট্যান্স কার্যালয়ে এ জন্মদিন পালন করা হয়। অনুষ্ঠানে মেয়র লিটন বলেন, দেশের বিভিন্ন শ্রেণীপেশার মানুষে জন্য নিরসলভাবে কাজ করে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ব্যাপারে অত্যন্ত সচেতন। এসব শিশুদের বিভিন্ন সুযোগ-সুবিধা দিচ্ছেন এবং আরো ভালো করার কিছুর প্রয়াস চালাচ্ছেন। মেয়র আরো বলেন, সিটি কর্পোরেশেন এলাকার মধ্যে বসবাসরত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য একটা কাজ করার চিন্তা দীর্ঘদিন
ধরে করছি। কিন্তু গত ৫ বছরে সেই সুযোগ পাইনি। এখন আপনারা মেয়র নির্বাচিত করেছেন আপনাদের দোয়াই সেই ইচ্ছে পূরণ করতে চাই। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য ক্যাম্পাসসহ আবাসনের ব্যবস্থা করতে চাই। সেখানে শিক্ষাসহ সব সুবিধা থাকবে। প্রয়োজন হলে নিজ পরিবারের জমিতে এই ব্যবস্থা করবো। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেয়র লিটন পত্নী ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী। অন্যদের মধ্যে বক্তব্য দেন সংলগ্ন ফাউন্ডেশন ফর উইম্যান এ্যান্ড চাইল্ড এ্যাসিসট্যান্স এর নির্বাহী পরিচালক ওয়াহিদা খানম লিপি। এ সময় আরো উপস্থিত ছিলেন টাস্ট্রি বোর্ডের সদস্য সাদিকুর রহমান।
খবর ২৪ ঘণ্টা/এমকে