খবর২৪ঘণ্টা.কম,ডেস্ক: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় দুর্বৃত্তদের হামলায় আহত শ্রমিক লীগ নেতা আমজাদ হোসেন (৩৫) মারা গেছেন।
রোববার রাতে তিনি ঢাকার একটি হাসপাতালে মারা গেলেও পুলিশ সোমবার দুপুরে তা নিশ্চিত করে। তিনি উপজেলার বাঘানগর গ্রামের মৃত শের আলীর ছেলে এবং আড়াইহাজার পৌর শ্রমিক লীগের সহ-সভাপতি ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার বিকেলে নরসিংদীর চৌঘরিয়া এলাকায় আমজাদ হোসেনের চাচাশ্বশুরের সঙ্গে স্থানীয়দের তর্কবিতর্ক হয়। খবর পেয়ে আমজাদ হোসেনসহ কয়েকজন বাধা দিলে দুর্বৃত্তরা তাদের আটক করে এবং ধারালো অস্ত্র দিয়ে জখম করে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক আমজাদকে ঢাকায় পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আমজাদ হোসেন রোববার মধ্যরাতে মারা যান।
আড়াইহাজার থানার ওসি এমএ হক বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবার মামলা করলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
খবর২৪ঘণ্টা.কম/রখ