নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী রেলস্টেশনে ট্রেনের ট্রাঙ্ক লরি থেকে সাড়ে ৫ হাজার লিটার তেল চুরি করার সময় ৩ জন চোরকে হাতে নাতে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
সেই সাথে যমুনা ওয়েল কোম্পানির চুরি করা তেল ভর্তি ট্রাক জব্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে তাদের আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে, যমুনা ওয়েল কোম্পানির রাজশাহী ডিপো ইনচার্জ আমজাদ হোসেন, লরির হেলপার ইলিয়াস হোসেন ও যমুনা অয়েলের ককর্মচারী মুকুল আলী।
তেল ভর্তি রেলের ট্যঙ্কলরি(বিটি),ইয়াডে আসার পর তেল খালাস বা আনলোড করাহয়। করোনার কারনে লোকবলের স্বল্পতায় গতকাল ২২ এপ্রিল লরিটি সিলগলা করে নিরাপত্তা বাহিনীকে বুঝিয়ে দেয়া হয়। রাজশাহী রেলওয়ে আরএনবি পরিদর্শক হাবিব বলেন, তেল চুরির ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। এই ঘটনায় একটি ট্যাংকলরি জব্দ করা হয়েছে যা যমুনা অয়েল কোম্পানীর।
এমকেব
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।