1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
প্যারিসে ‘আইএসের’ ছুরি হামলা, একজন নিহত - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ১৩ জানয়ারী ২০২৫, ০১:০২ পূর্বাহ্ন

প্যারিসে ‘আইএসের’ ছুরি হামলা, একজন নিহত

  • প্রকাশের সময় : রবিবার, ১৩ মে, ২০১৮

খবর২৪ঘণ্টা,আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের রাজধানী প্যারিসে সন্দেহভাজন সন্ত্রাসীর ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার রাতে অপেরা এলাকায় এ ঘটনায় পুলিশের গুলিতে হামলাকারী নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, তারা হামলাকারীকে ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করতে শুনেছেন।

রাতেই জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) হামলার দায় স্বীকার করেছে বলে জানা গেছে।

রাতভর লোকজনের আড্ডা দেওয়া বা জেগে থাকার জন্য হামলার ঘটনাস্থলটি জনপ্রিয়।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরোঁ টুইটারে বলেন, ‘ফ্রান্স আবার রক্তপাতের শিকার হলো, তবে স্বাধীনতার শত্রুদের কাছে এক ইঞ্চিও নত হবো না।’

স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় হামলাকারী পথচারীদের ওপর ছুরিকাঘাত করতে শুরু করেন। তিনি কয়েকটি পানশালা ও রেস্তোরাঁয় প্রবেশেরও চেষ্টা করেন।

পুলিশ প্রথমে হামলাকারীকে থামানোর চেষ্টা করে। এরপর গুলিতে তার মৃত্যু হয়। এখনো তার পরিচয় পাওয়া যায়নি।

গত কয়েক বছরে ফ্রান্সে একের পর এক হামলার ঘটনা ঘটছে। তিন বছরে আইএসের হামলায় ২৩০ জনের বেশি নিহত হয়েছে।

২০১৫ সালে ১৩ নভেম্বর সবচেয়ে বড় হামলার ঘটনা ঘটে। বন্দুকধারী ও আত্মঘাতী জঙ্গিদের হামলায় ১৩০ জন নিহত হয়।

গত বছর নির্বাচনে জয়ের পর ম্যাকরোঁ অঙ্গীকার করেন, তাঁর পররাষ্ট্রনীতিতে ইসলামি সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই অগ্রাধিকার পাবে। আফ্রিকায় সন্ত্রাসীবিরোধী পদক্ষেপের সঙ্গে সঙ্গে ইরাক ও সিরিয়ায় আইএসকে পরাজিত করার লড়াই চলবে।

খবর২৪ঘণ্টা.কম/নজ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST