খবর ২৪ ঘণ্টা, বিনোদন ডেস্ক: টুইঙ্কল খান্না প্রযোজিত অক্ষয় কুমার অভিনীত আর বালকির পরবর্তী ছবি ‘প্যাডম্যান’। ছবি নিয়ে ইতিমধ্যেই বিরাট হইচই শুরু হয়ে গিয়েছে বি টাউনে। দর্শকরাও এ ছবি দেখার জন্য মুখিয়ে আছেন। সকলের এই উৎসাহকে এবার আরও খানিকটা উসকে দিলেন স্বয়ং পরিচালক। জানালেন, ছবিতে একটি ক্যামিও চরিত্রে থাকছেন বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন। এবিষয়ে তিনি আরও জানান যে, সবাই নাকি তাঁকে বলেন তিনি অমিতাভ বচ্চনকে নিয়ে পাগল। তিনি তখন তাঁদের জবাব দেন, ‘একটা গোটা জাতি যে মানুষটাকে নিয়ে পাগল, তাঁকে নিয়ে আমি আর নতুন করে কী পাগল হব? আমি শুধু ছবি করলে ওনাকে ছাড়া ভাবতে পারি না, এইটুকুই আমার দুর্বলতা। তবে এটাও ঠিক আমি ওকে যে যে সিনেমায় অভিনয় করার কথা বলেছি, সেই সিনেমার ওই চরিত্রগুলো উনি ছাড়া আর কেউ ফুটিয়ে তুলতে পারত না।’
দেখা গিয়েছে, বালকি তার সমস্ত ছবিতেই অমিতাভের অভিনয় প্রতিভাকে নতুনভাবে সন্ধান করেছেন। একদিকে যেমন ‘চিনি কম’-এ আমরা অমিতাভকে ৬৪ বছর বয়সী একজন প্রেমিকের চরিত্রে দেখেছি। তেমনই আবার অন্যদিকে ‘পা’তে আমরা তাকেই দেখেছি ১২ বছরের প্রাজোরিয়া আক্রান্ত এক কিশোরের চরিত্রে। আবার ‘শামিতাভ’-এও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন তিনি। সব মিলিয়ে বালকির প্রায় সব ছবিতেই কম বেশি তিনি উপস্থিত থাকেন, তাই ‘প্যাডম্যান’এও যে কোথাও না কোথাও তাঁর আবির্ভাব ঘটবে এটা বোধহয় আগে থেকেই অনুমান করতে পারছিলেন অনেকে। এবার সেই অনুমানেই সিলমোহর লাগালেন ছবির পরিচালক এবং প্রযোজক।
আর বালকি পরিচালিত এটি সপ্তম ছবি। এর আগে তিনি যে কটি সিনেমা বানিয়েছেন সবকটিই বক্স অফিসে লাভের মুখ দেখেছে। তাই ‘প্যাডম্যান’ নিয়েও সকলের আশা তুঙ্গে। এদের মধ্যে অনেকেই মনে করছেন এবারও বক্স অফিস বালকিকে নিরাশ করবে না। তার মধ্যে এই নতুন খবরটি সিনেমাপ্রেমীদের ছবির দেখার ইচ্ছেটা আরও খানিকটা বাড়িয়ে দেবে বলেই মনে করছেন ছবির প্রযোজক টুইঙ্কল খান্নাও।
খবর ২৪ ঘণ্টা.কম/ জন