খবর২৪ঘণ্টা ডেস্ক: আন্দোলনরত পোশাকশ্রমিকদেরওপর পুলিশি দমনপীড়ন বন্ধের আহ্বান জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত পিটার ফারেনহোলজ। শ্রমিকদেরকে ন্যায্যা মজুরি দেয়ার জন্য তিনি কারখানা মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন।
এক টুইটে তিনি আজ এসব কথা বলেছেন।
টুইটে তিনি লিখেছেন, আন্দোলনরত গার্মেন্ট শ্রমিকদের ওপর পুলিশের দমনপীড়ন চালানো উচিত নয়। এর জন্য প্রয়োজন সমঝোতা। তা করতে হবে কারখানা মালিকদের। ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ দিন। দুর্ঘটনা বা এক্সিডেন্ট বিষয়ক ইন্সুরেন্স প্রতিষ্ঠা করুন।
খবর২৪ঘণ্টা, জেএন