নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পোরশা উপজেলার ছাওড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুদ্দিন আলী আহম্মেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ২০ সেপ্টেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানাগেছ। ফখরুদ্দিন আলী আহম্মেদের বিরুদ্ধে মৃতু নিবন্ধন রেজিষ্টারে অন্য ব্যক্তির মৃত্যু সংক্রান্ত তথ্য ঘষামাঝা করে কান্দুরা টপ্য নাম বসিয়ে এবং প্রকৃত মৃত্যুর তারিখ পরিবর্তন করে মৃত্যু নিবন্ধন সনদ প্রদানের অভিযোগ স্থানীয় তদন্তে প্রমানিত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হামিদ রেজার কাছে জানতে চাইলে তিনি সংশ্লিষ্ট চেয়ারম্যানকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কতৃক সাময়িক বরখাস্তের সত্যতা স্বীকার করেন। তবে চেয়ারম্যান ফখরুদ্দিনকে ১০দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলেও তিনি জানান।
খবর২৪ঘন্টা/নই