নিজস্ব প্রতিবেদক :
চাঁপাইনবাবগঞ্জে এক কেজি ৫০ গ্রাম হেরোইনসহ মনিরুল ইসলাম (৫০) নামের এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। র্যাবের হাতে আটক মাদক ব্যবসায়ী চাঁপাইনবাবগঞ্জ সদরের বেলেপুকুর গ্রামের সাইদুর রহমানের ছেলে। ১ তারিখ রাত পৌনে ১টার দিকে তাকে আটক করা হয়। র্যাব জানায়, র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কিছু ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ হতে একটি হলুদ রংয়ের ঢাকা মেট্রো-ট-১৬-০০৯২ নম্বরপ্লেটযুক্ত ট্রাকে অবৈধ মাদকদ্রব্য বহন করে চাঁপাইনবাবগঞ্জ বিশ্বরোড হয়ে রাজশাহীর দিকে যাচ্ছে। বিষয়টি জানতে পেরে র্যাবের একটি দল চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন দারিয়াপুর ট্রাক টার্মিনালের সামনে মহাসড়কের উপর অবস্থান গ্রহণ করে। রাত আনুমানিক পৌনে ১টার দিকে ট্রাকটি
আসতে দেখে রাস্তার উপর বেরিকেড স্থাপন করে ট্রাকটি আটক করে। ট্রাক তল্লাশী করে ট্রাকের কেবিনের ভিতরে চালকের সীটৈর পিছনে একটি টিস্যু কাপড়ের শপিং ব্যাগের ভিতরে রক্ষিত ১ কেজি ৫০ গ্রাম হেরোইনসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মনিরুলকে আটক করে। আসামীর নিকট থেকে ২টি মোবাইল সেট, ২টি সিমকার্ড ও ৭ হাজার টাকা, ট্রাকে ১৬,৫৪০ কেজি পেঁয়াজ জব্দ করা হয়। মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত এবং হেরোইন সহ বিভিন্ন ধরনের মাদক দ্রব্য অবৈধভাবে তার নিজস্ব ট্রাকে করে দেশের বিভিন্ন স্থানে পাচার করে থাকে বলে স্বীকার করেন।
খবর ২৪ ঘণ্টা/আর