1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
পৃথক বজ্রপাতের ঘটনায় ৪ জনের মৃত্যু - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১০:১৪ অপরাহ্ন

পৃথক বজ্রপাতের ঘটনায় ৪ জনের মৃত্যু

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ২ জুলা, ২০২০

খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধায় পৃথক বজ্রপাতের ঘটনায় ৪ ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ৫ জন।

বৃহস্পতিবার সকালে পাটগ্রাম উপজেলার দহগ্রামে মাছ ধরার সময় বজ্রপাতে দুইজন নিহত এবং ৪ জন আহত হয়েছেন। একই ঘটনা ঘটেছে জেলার হাতীবান্ধা উপজেলায়ও। এখানেও বিলে মাছ ধরতে গিয়ে ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও একজন।

পুলিশ ও নিহতের পরিবার জানান, আজ ভোর ৫টার দিকে কয়েকজন দহগ্রামের শাকোয়া নদীতে মাছ ধরতে যায়। সকালে মাছ ধরা অবস্থায় দহগ্রাম ইসলামপুর এলাকার খন্দকার আলি ছেলে জাহিদুল ইসলাম (২৬) ও একই এলাকার জোহর উদ্দিনের ছেলে রাকিব হোসেন(২৪) বজ্রপাতে নিহত হন এবং আহত হন ৪ জন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এদিকে হাতীবান্ধা উপজেলার পূর্ব বেজগ্রামে বিলে মাছ ধরতে গিয়ে রমজান আলীর ছেলে মন্টু মিয়া (৪০) ও আব্দুল হামিদের ছেলে আতি মিয়া(৩৯) বজ্রপাতে নিহত হন। এসময় ওমর আলী নামে অপর একজন আহত হন বলে পুলিশ জানান।

হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক ও পাটগ্রাম থানা ওসি (তদন্ত) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করছেন।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST