1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
পৃথক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১১:৫৪ অপরাহ্ন

পৃথক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১

ফরিদপুরের বোয়ালমারীতে থেমে থাকা ট্রলির ডালার ধাক্কায় ছয় বছরের এক শিশু এবং মসজিদ থেকে নামাজ পড়ে রাস্তা পার হতে গিয়ে ট্রাকচাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।

ট্রলির ডালার ধাক্কায় নিহত শিশুর নাম তামিম। সে বোয়ালমারী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কামারগ্রামের বিশু শেখের ছেলে। সোমবার (১৬ আগস্ট) বিকেল চারটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, বাড়ির পাশে থেমে থাকা ট্রলির ডালা ধরে খেলছিল তামিম। এ সময় পেছনের ডালাটির হুক লাগানো ছিল না। একপর্যায়ে ডালাটি খুলে গেলে শিশুটির মাথা ও মুখমণ্ডলে তীব্র আঘাত লাগে। তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. শরিফুল ইসলাম জানান, শিশুটিকে যখন হাসপাতালে আনা হয়েছে তখন তাকে আমরা মৃত অবস্থায় পাই। প্রচণ্ড আঘাতে নাক-মুখ দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে শিশুটির মৃত্যু ঘটে।

এদিকে রাত আটটার দিকে ৭৫ বছরের সিদ্দিক মুন্সী ট্রাকচাপায় নিহত হন। তিনি উপজেলার শেখর ইউনিয়নের ভাটপাড়া সাইনবোর্ড এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, নিহত সিদ্দিক মুন্সী ভাটপাড়া সাইনবোর্ড বাসস্ট্যান্ডের পাশের মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন। এ সময় রাস্তা পারাপার হওয়ার সময় মাইজকান্দিগামী একটি ট্রাক সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

এ ব্যাপারে বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, দুটি দুর্ঘটনার বিষয়ে আমার জানা নেই। এখনি খোঁজ নিচ্ছি।

জেএন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST