1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
পূজায় আসছে সমরজিৎ-শুভমিতার ‘তোমার জন্য রোদ্দুর’ - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১০:৪ অপরাহ্ন

পূজায় আসছে সমরজিৎ-শুভমিতার ‘তোমার জন্য রোদ্দুর’

  • প্রকাশের সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

বিনোদন ডেস্ক : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্রোতাদের জন্য বিশেষ উপহার হিসেবে একটি মৌলিক গান নিয়ে আসছেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী শুভমিতা ও সমরজিৎ রায়।

‘তোমার জন্য রোদ্দুর’ শিরোনামের গানটির কথা লিখেছেন গীতিকবি সঞ্জয় রায়। সুর, সঙ্গীতায়োজন ও সঙ্গীত পরিচালনা করেছেন সমরজিৎ রায় নিজেই।
গানটিতে কোরাসে কণ্ঠ দিয়েছেন সমরজিৎ রায় পরিচালিত ‘সুরছায়া সঙ্গীত পাঠশালা’র শিক্ষার্থী শান্তা, চন্দ্রিমা, ঐশী, শ্রাবণী, ঋতু, শ্রাবন্তী ও প্রমা।

প্রোগ্রামিং করেছেন রণদীপ মানু এবং মিক্সিং-মাস্টারিং করেছেন গৌতম বসু। ভিডিও সম্পাদনা করেছেন প্রেম প্রকাশ কর্ণ।

স্টুডিওতে গানটির কণ্ঠধারণ করেছেন বিনোদ রায় এবং অনুজিৎ বড়ুয়া লিমন। গানে তবলা বাজিয়েছেন রবিন চৌধুরী।

ভিডিও দৃশ্যধারণ করেছেন চন্দনা চক্রবর্তী, শেখ সাদী, লিমন বড়ুয়া ও সাগর। ৬ অক্টোবর গানটি সমরজিৎ রায়ের ভেরিফাইড ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।

সঙ্গীতশিল্পী শুভমিতা বলেন, দুর্গাপূজা উপলক্ষে সব নতুনের সঙ্গে সমরজিৎ এবং আমার দ্বৈত কণ্ঠের নতুন গান ‘তোমার জন্য রোদ্দুর’ খুব শীঘ্রই প্রকাশিত হবে। আমি আশা করবো আপনারা যেভাবে সবসময় বাংলা নতুন গানের সঙ্গে থেকেছেন, এই গানটির সঙ্গেও থাকবেন। সঞ্জয় রায় এর কথা এবং সমরজিৎ রায় এর সুর ও সঙ্গীতায়োজনে তৈরি অসাধারণ এই গানটি আমার গেয়েও ভীষণ ভালো লেগেছে, আপনাদেরও শুনে খুব ভালো লাগবে-এই আশা রাখছি।

সমরজিৎ রায় বলেন, শুভমিতা দিদি আমার ভীষণ পছন্দের একজন শিল্পী। গানটি সুর করে যখন দিদিকে পাঠাই তিনি ভীষণ পছন্দ করেছিলেন এবং গানটি শুনেই আমার সঙ্গে গাওয়ার সম্মতি দিয়েছেন, এটি আমার জন্য পরম সৌভাগ্যের। শুধু তাই নয়, পার্থদা’র (শুভমিতা দিদির স্বামী) কাছে পরে জেনেছি দিদি তাঁর বাড়িতে এই গানের সুর সারাক্ষণই গুনগুন করে গাইতেন এবং গানটি রেকর্ড করে তিনি ভীষণ খুশি হয়েছিলেন।

তিনি বলেন, আমার জন্য আরও ভালোলাগার বিষয় হলো- সুরছায়ার শিক্ষার্থীরা এই প্রথম আমার কোনও গানে কোরাসে কণ্ঠ দিয়েছে। তাদের কোরাস কণ্ঠ যুক্ত হওয়ার কারণে এই গানটির প্রতি সবার মুগ্ধতা আরও বেশি বাড়বে বলে আমার বিশ্বাস। সর্বোপরি ভীষণ মিষ্টি রোমান্টিক এই গানটি সবার খুবই পছন্দ হবে এইটুকু বলতে পারি।

বিএ..

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST