রাজশাহী-৫ (পুঠিয়া দুর্গাপুর) আসনে জাতীয় সংসদ নির্বাচনে প্রচারনায় গিয়ে আমির হামজা বাবু (৪০) নামের এক ব্যক্তির হার্ট অ্যাটাক করে মৃত্যু হয়েছে। তিনি স্বতন্ত্রপ্রার্থী ওবায়দুর রহমান এর প্রচারণাকর্মী হিসাবে কাজ করছিলেন জানাযায়।
বাবু উপজেলার বেলপুকুর ইউনিয়নের জামিরা গ্রামের মৃতমোজাম্মেল হোসেনের ছেলে।
সোমবার ২৫ ডিসেম্বর দুপুর আড়াইটার সময় উপজেলার বানেশ্বর ট্রাফিকমোড় এলাকায় প্রার্থীর বাসা বাড়িতে এ ঘটনা ঘটে।
স্বতন্ত্রপ্রার্থী ওবায়দুর রহমান বলেন, বাবু সম্পর্কে তার খালাতো ভাই। সে তার সাথে প্রতিদিন ভোট প্রচারণায় অংশ গ্রহণ করে। সোমবার প্রচারণায় এসে সে হার্ট অ্যাটাক করে মারা গেছে। আরমান আলী নামের অপর একজন প্রচারণাকর্মী বলেন, বাবু প্রতিদিনের মত আজ সোমবার দুপুরে নির্বাচনের প্রচারণা করতে বানেশ্বর এলাকায় আসে। এসময় সে তার বুকে ব্যথা অনুভব করে। পরে সাথে থাকা লোকজন বাবুকে স্বতন্ত্রপ্রার্থী ওবায়দুর রহমানের বাড়ি নিয়ে যায়। এ সময় তার অবস্থার অবনতি হলে স্থানীয় একটি ক্লিনিকে নেয়ার সময় মারা যায়।
এ ব্যাপারে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, নির্বাচনী প্রচারণা করার সময় বাবু নামের এক ব্যক্তি বুকে ব্যথা অনুভব করে। এর কিছুক্ষন পর সে মারা যায়। পরে মৃতের পরিবারের লোকজন ওই ব্যক্তির লাশ নিয়ে গেছে।
বিএ…