নিজস্ব প্রতিবেদক : প্রাণঘাতি করোনা ভাইরাসের প্রভাবে উদ্ভুত পরিস্থিতিতে করোনাভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণ থেকে মুক্ত রাখতে রাজশাহী জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সদস্যদের স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী পুলিশ লাইন্স মাঠে পুলিশ অফিসার ও ফোর্সদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন রাজশাহীর সম্মানিত পুলিশ সুপার মো: শহিদুল্লাহ , বিপিএম, পিপিএম। এ সময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হিসেবে হ্যান্ড
স্যানিটাইজার, ফেইস শ্লিড, সার্জিকাল মাস্ক, পিপিই, গগলস, হ্যান্ড গ্লোভস, মাল্টিভিটামিন ট্যাবলেট, জিংক ট্যাবলেট, সাবান ইত্যাদি বিতরন করা হয়। পাশাপাশি স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক সচেতন থেকে দেশ ও জাতির প্রতি পুলিশের যে দায়িত্ব তা পালন করার নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার মহোদয়। রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সদর ইফতে খায়ের আলম এ তথ্য নিশ্চিত করেন।
এমকে