1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
পুলিশ সদস্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করলেন এক নারী - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:১১ পূর্বাহ্ন

পুলিশ সদস্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করলেন এক নারী

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩

রাজশাহী নগরীতে এক ট্রাফিক সদস্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে রানী (৪৫) নামে এক নারী।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুর ২টার দিকে নগরীর বোয়ালিয়া মডেল থানার গনক এলাকায় হোটেল রহমানিয়ার সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে ডিউটরত ছিলেন ট্রাফিক সদস্য কনস্টেবল মো. বজলু। দায়িত্ব পালনকালীন সময় তিনি পুলিশের বেস্টনি অতিক্রম করে যানবাহন ভেতরে প্রবেশে বাধা দিচ্ছিলেন। এ সময় রিকশায় রানী নামের ওই নারী বেস্টনি ভেঙে যেতে চাইলে কনস্টেবল বজলু তাকে বাধা দেন। এতে বজলুর সঙ্গে ওই নারী তর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে ট্রাফিকের ওই নারী কনস্টেবল এগিয়ে আসলে তাকে লাথিসহ শারীরিকভাবে লাঞ্ছিত করে।

এ সময় ঘটনাস্থলে উপস্থিত ট্রাফিক সার্জেন্ট ফিরোজ বোয়ালিয়া থানা পুলিশকে খবর দেন। বোয়ালিয়া থানা পুলিশ রিকশার যাত্রী রানীকে হেফাজতে নেন।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির গণমাধ্যমকে জানান, ওই নারীর পরিবার দাবি করছেন রানি মানসিকভাবে অসুস্থ। সে পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। তার পরিবারের এমন দাবির প্রেক্ষিতে চিকিৎসাপত্র আনতে বলা হয়েছে। ওই নারীকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।

বিএ/

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST